বরিশাল শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল শিক্ষা বোর্ড মিলনায়তনে বোর্ডের সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী এ বোর্ডে জেএসসি’তে পাসের হার ৯৭.৩৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৫শ’ ৭০ জন। গত বছরের চেয়ে পাসের হার ০.১২ ভাগ এবং জিপিএ-৫ বেড়েছে ২ হাজার ১০৬টি। সার্বিক পাসের হার, জিপিএ-৫ এবং বিভাগ ভিত্তিক পাসের হারেও এগিয়ে মেয়েরা।
বরিশাল বোর্ডের ১ হাজার ৭শ’ ১টি স্কুলের মধ্যে ৯শ’ ১৯টি স্কুলের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এর মধ্যে বরিশাল ক্যাডেট কলেজের ৫২ শিক্ষার্থীর সকলে জিপিএ-৫ পেয়ে পাস করেছে।
এছাড়া ৫০ ভাগ বা তার চেয়ে কম পাস করেছে দুটি স্কুলের শিক্ষার্থীরা। এর মধ্যে ভোলার চরফ্যাশনের সুলতান মিয়ার বাজার জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থীর মধ্যে ৪ জন এবং বরিশাল সদরের মোল্লার হাওলা অধ্যাপক শহীদুল ইসলাম জুনিয়র স্কুলের ৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ জন।
বোর্ডের অধীন জেলা পর্যায়ে এবারও প্রথম স্থান অক্ষুন্ন রেখেছে পটুয়াখালী জেলা। এরপর পর্যায়ক্রমে রয়েছে বরগুনা, বরিশাল, পিরোজপুর, ভোলা এবং ঝালকাঠী। এসব জেলাও তাদের স্থান অক্ষুন্ন রেখেছে।
বরিশাল বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিলো ১ লাখ ১৭ হাজার ৫শ’ ২০ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ১৩ হাজার ৭শ’ ৭৪ জন। বিভিন্ন গ্রেডে মোট পাশ করেছে ১ লাখ ১০ হাজার ৭শ’ ৭১ জন।
দুপুর ২টায় স্কুলে ফলাফল ঘোষণার পর উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। তারা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে এবং হৈ-হুল্লোর করে। জিপিএ-৫ পেয়ে বেজায় খুশি শিক্ষার্থীরা। এ জন্য মা-বাবা এবং শিক্ষকদের কৃতিত্ব দিয়েছেন তারা।
এদিকে সন্তানের ভাল ফলাফল অর্জনে খুশি অভিভাবকরাও। সন্তানরা কঠোর পরিশ্রম করে ভাল ফল করেছে মন্তব্য করেন তারা। এর পুরো কৃতিত্ব তারাও দিয়েছেন শিক্ষকদের।
বরিশালে জিপিএ-৫ এবং পাশের হার বাড়ার কারণ হিসেবে বোর্ড সচিব পড়ালেখার মান বাড়ার পাশাপাশি অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্তরিকতার কথা বলেছেন। বোর্ডে ফল ঘোষণার সময় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৬/মাহবুব