চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন অটো রিকশা আরোহী এক নারী ও তার মেয়ে। বুধবার দুপুরে মুরাদপুর পিলখানা রেল গেইটে এই দুর্ঘটনা ঘটে। এসময় আরও দুজন আরোহী আহত হন বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- মরিয়ম বেগম (৬০) ও তার মেয়ে আফরিন (১৭)। আহতরা হলেন- আয়েশা বেগম (৯) ও মনি বেগম (৫৫)। একই পরিবারের এই হতাহতরা সবাই বাগেরহাট জেলার বাসিন্দা। তারা চট্টগ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি রেল গেইট অতিক্রমের সময় যাত্রীবাহী সিএনজি অটো রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মরিয়ম বেগম ও তার মেয়ে আফরিন মারা যান। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
প্রসঙ্গত, অরক্ষিত ওই রেল ক্রসিংয়ে কোনো গেইট বা সিগন্যাল ম্যান না থাকায় যানবাহনসহ পথচারীদের নিজ দায়িত্বে রেললাইন পার হতে হয়।