রাজশাহী মহানগর কমিটি নিয়ে ক্ষোভে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়েছেন মিনু সমর্থকরা। বুধবার রাতে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এসময় ক্ষুব্ধ কর্মীরা মিনুর নামে শ্লোগানও দেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একদল মিনু সমর্থক দলীয় কার্যালয়ে গিয়ে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া বুলবুল সমর্থকদের বের করে দেয়। এরপর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। তবে সেখানে ছিলেন না মিনু বা বুলবুল।
মিজানুর রহমান মিনু দীর্ঘ দুই যুগ ধরে নগর বিএনপির নেতৃত্ব দিয়েছেন। মঙ্গলবার কেন্দ্র মিনুকে বাদ দিয়ে মোসাদ্দেক হোসেন বুলবুলকে সভাপতি হিসেবে দায়িত্ব দেয়। এরপর থেকে ক্ষোভ চলে আসছিল মিনুর সমর্থকদের মধ্যে।
উল্লেখ্য, মোসাদ্দেক হোসেন বুলবুলকে সভাপতি ও শফিকুল হক মিলনকে সাধারণ সম্পাদক করে বিএনপির নগর কমিটি ঘোষণা করা হয়।