রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান ও সহ-সভাপতি ফয়সাল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ৬ জনকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানউল্লাহ।
ওসি জানান, দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করে আসছিল। এরই জের ধরে বুধবার সকাল ১১টার দিকে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম