রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার। আনারস প্রতীক নিয়ে নির্বাচনে তিনি পেয়েছেন ৭৪২ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মাহবুব জামান ভুলু তালগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৫ ভোট।
নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন এই ফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এক হাজার ১৭১। এর মধ্যে ৯ জন ভোটার ভোট দেননি।
নির্বাচিত হয়ে মোহাম্মদ আলী সরকার বলেন, জেলা পরিষদের মাধ্যমে রাজশাহীর উন্নয়ন করা হবে তার লক্ষ্য। এ জন্য স্থানীয় সরকারের সব প্রতিনিধিকে নিয়ে কাজ করবেন।
মোহাম্মদ আলী সরকার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন। এছাড়া তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও সার্ক চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম