ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন জেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন। দুপুর ১২টার দিকে রাজধানীর আজীমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি।
বুধবার সকাল ৯টায় দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। মোট ৬১ জেলায় ভোটগ্রহণ চলছে। জেলা ও উপজেলায় স্থাপিত ভোটকেন্দ্রে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে বেলা ২টা পর্যন্ত ভোট দেবেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/ফারজানা