রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের ১৬ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া এ ব্যাপারে দুপুরে র্যাবের মিডিয়া কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/হিমেল