রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সন্দেহে ৫ জনকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)।
মঙ্গলবার দিবাগত রাতে অভিয়ান চালিয়ে তাদের আটক করা হয় বলে বুধবার সকালে জানান ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
তবে তাদের বিষয়ে নাম-পরিচয় জানানো হয়নি। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান মাসুদুর রহমান।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব