ঢাকা জেলার সাভারের আশুলিয়া বাজার এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে এ মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলী মোল্লা।
তিনি বলেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতে আবদুল্লাহপুর বাইপাইল মহাসড়কের পাশে তাকে বসে থাকতে দেখেছিলেন স্থানীয়রা। সকালে রাস্তায় তার মরদেহ পরে থাকতে দেখা যায়। ভোরের দিকে কোনো গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব