আগারগাও তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ কেন্দ্রে ভোটার সংখ্যা মাত্র ৩২ জন। সকাল ৯টা থেকে সারা বাংলাদেশে এক যোগে ভোটগ্রহণ শুরু হলেও এই কেন্দ্রে এখনও কোন ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
তবে ভোটার না থাকলেও ভোট কেন্দ্রের ভেতরে প্রার্থী এবং তাদের লোকজন অবস্থান করছেন। এছাড়া কেন্দ্রের বাইরে অবস্থান নিয়েছেন প্রার্থীদের কর্মীরা।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মঈনুল হোসেন জানান, 'আমরা ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ করেছি। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩২ জন। এখনও পর্যন্ত কোন ভোটার আসেনি।'
এদিকে ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও এ কেন্দ্রে এজেন্টদের মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গেছে।
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্থী ১৪৬ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ইতিমধ্যে ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এক জেলায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত রয়েছে। এ ছাড়া বর্তমানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩৯ জেলায় ১২৪ জন। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২ হাজার ৯৮৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮০৬ জন। ৬৩ হাজারের বেশি ভোটারের এ নির্বাচনে জেলা ও উপজেলায় ওয়ার্ডভিত্তিক ৯১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/হিমেল