রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যস্থতায় মঙ্গলবার রাত ৯টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
এদিন, সন্ধ্যায় নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার রফিকুল আলম ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন। পরে ইন্টার্ন চিকিৎসকরা তাদের দাবি তুলে ধরেন। দাবি পূরণের আশ্বাসের পর তারা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, বৈঠকে ইন্টার্ন চিকিৎসকরা তাদের নিরাপত্তা, রোগীর সঙ্গে স্বজন কম প্রবেশ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করে নেন ইন্টার্ন চিকিৎসকরা।
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব