রাত পোহালেই জেলা পরিষদ নির্বাচন শুরু। বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা ও উপজেলার নির্ধারিত ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। ১৫টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে মোট ২ হাজার ৫৪১ জন ভোটার। ইতোমধ্যে ব্যালট পেপারসহ নির্বাচনী সকল উপকরণ পৌছে গেছে কেন্দ্রে কেন্দ্রে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা।
জানা যায়, দেশে প্রথমবারের মত অনুষ্ঠিতব্য এ নির্বাচনে স্থানীয় সরকারের সিটি, পৌর, উপজেলা ও ইউপির জনপ্রতিনিধিরা ভোট প্রদান করবেন। চট্টগ্রাম নগর ও জেলায় ১৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এবার নির্বাচনে ৫৩ জন প্রার্থী সদস্য পদে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এম এ সালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ পদে নির্বাচন হচ্ছে না।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, সব প্রস্তুতি শেষ। প্রতিটি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব-পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হবে। প্রতিটি কেন্দ্রে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল