রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার দুপুরে এসব মদ ও বিয়ার জব্দ করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (উত্তরা বিভাগ) পরিদর্শক এ কে এম কামরুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে ইংরেজি নববর্ষকে সামনে রেখে তারা এই পণ্যগুলো বিক্রির জন্য এনেছিল।
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব