গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া।
তিনি বলেন, রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইন দিয়ে ওই যুবক হেঁটে যাচ্ছিলো। এ সময় একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে তার পরিচয় জানা যায়নি। তার পরনে নেভি-ব্লু রঙয়ের জিন্স প্যান্ট ও লাল কালো রংয়ের গেঞ্জি রয়েছে বলেও জানান এএসআই দাদন মিয়া।
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব