প্রয়াত বিএনপি নেতা আ স ম হান্নান শাহ-এর স্ত্রী নাহিদ হান্নান (৬৭) নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালীর ডিওএইচএস’র বাসায় এ দুর্ঘটনা ঘটে।
বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, তার বাম হাতের পুরোটা, ডানের কব্জি ও মুখের কিছু কিছু অংশ ঝলসে গেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই, এবি) বাবুল মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব