রাজধানীর দক্ষিণখানের আশকোনায় সূর্য ভিলা নামে জঙ্গি আস্তানায় অস্ত্র, গোলাবারুদ ও অর্থ কোথা থেকে এসেছে সে বিষয়ে আত্মসমর্পণকারীদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, জঙ্গি মাঈনুল ইসলাম মুসাকে গ্রেফতার করা হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। সূর্য ভিলা নামে ওই বাসাটি মূলত জঙ্গি মুসা ভাড়া নিয়েছিলেন। সেখানে তার স্ত্রী-কন্যা থাকতো।
তিনি আরও বলেন, আত্মসমর্পণকারীদের জিজ্ঞাসাবাদে এখানে কারা কারা আসত তাদের কিছু নাম পাওয়া গেছে। মূলত এ আস্তানাটি অফিস কাম বাসা হিসেবে ব্যবহার করা হতো। আর মুসা সাংগঠনিক কাজে বিভিন্ন জায়গায় যাতায়াত করত। মাঝে মধ্যে এ বাসায় আসত। জিজ্ঞাসাবাদে যাদের নাম পাওয়া গেছে তাদের বিষয়ে তদন্ত চলছে এবং আত্মসমর্পণকারীদের এখানো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানালেন সিটিটিসির প্রধান এ কর্মকর্তা।
নারী জঙ্গিরা নিজের ইচ্ছায় এ জঙ্গিবাদে এসেছে কী না সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে মনিরুল বলেন, নিজেদের ইচ্ছায় নারীরা এ পথে এসেছে এমন তথ্য আমরা এখনও পাইনি। তবে কেউ কেউ স্বামীর প্ররোচণায় এ পথে এসেছেন। এর মধ্যে তারভীর কাদেরের স্ত্রী স্বামীর প্ররোচণায় জঙ্গিবাদে এসেছেন। তাকে এ পথে আসতে স্বামী বাধ্য করেছিল। তিনি জঙ্গিবাদ পছন্দ করতেন না, কিন্তু মাথা গোঁজার ঠাঁইয়ের কথা চিন্তা করে এ পথে আসতে বাধ্য হয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ