শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গি তৎপরতা রুখতে শিক্ষা ব্যবস্থায় নতুন নতুন সৃজনশীলতা এনে শিক্ষার্থীদের আকৃষ্ট করতে হবে। এ জন্য শিক্ষকদের সবার আগে উদ্যোগী হতে হবে।
তিনি মঙ্গলবার দুপুরে রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক সমাবেশে একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা যদি ক্লাসে নতুনত্ব আনে শিক্ষার্থীরা ক্লাসে আসতে আগ্রহী হবে। শিক্ষার্থীরা যাতে অন্যদিকে মন না দিতে পারে এ কারণে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম বাড়াতে হবে। নানামুখী উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের আকৃষ্ট করতে হবে। যাতে তারা অন্যের ‘কান-মন্ত্র’ শোনায় সময় দিতে না পারে।
তিনি বলেন, জঙ্গি তৎপরতা রুখতে সামাজিক আন্দোলন, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য অভিভাবক, শিক্ষকসহ সবাইকে সর্তক হতে হবে। এখনই সর্তক না হলে, সর্বনাশ হয়ে যাবে। যে কোনো ভাবেই জঙ্গি কার্যক্রম থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মাদ আলমগীর, উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের মহাপরিচালক ওয়াহেদুজ্জামান প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৬/সালাহ উদ্দীন