বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য লে. জে. মাহবুবুর রহমান বলেছেন, জেলা পরিষদ নির্বাচনে সাধারণ জনগণের কোন আগ্রহ নেই। এ নির্বাচনেও সাধারণ জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
তিনি মঙ্গলবার সকালে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দেখতে গিয়ে এ কথা বলেন।
তিনি বলেন, ভোট কেনাবেচা, আচরণবিধি লংঘন সহ নানা অভিযোগ ইতিমধ্যেই আপনারা গণমাধ্যমের মাধ্যমে দেখতে পেয়েছেন। লুটপাট ছাড়া এই নির্বাচনে আর কিছুই পাওয়া যাবে না। সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হলে ঐক্যবদ্ধ গণআন্দোলন ছাড়া কোন বিকল্প পথ নেই। ২০১৬ সালটি নানা ঘটনা-দুর্ঘটনার মধ্যে শেষ হলেও ২০১৭ হবে জনগণের মুক্তির বছর। সাধারণ মানুষকে সাথে নিয়ে গণতন্ত্রহীন দেশকে গণতন্ত্রের দিকে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।
লে. জে. মাহবুবুর রহমান একান্তে সাক্ষাতে মাহমুদুর রহমান মান্নার ব্যক্তিগত চিকিৎসার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থ হয়ে আবারো জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন।