রাজধানীর তুরাগে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিনগত রাতে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশের গলা কাটাসহ মাথায় ধারালো অস্ত্রের কয়েকটি আঘাত ছিল এবং চোখ দুটি উপড়ানো ছিল।
পরে ময়না তদন্তের জন্য মধ্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, থানার নলভোগ খালপার বাজারের উত্তর পাশে ফাঁকা জায়গা থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশের গলাকাটা, চোখ উপড়ানো ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
তিনি বলেন, দুর্বৃত্তরা দুই থেকে তিনদিন আগে ওই যুবককে হত্যার পর উক্ত স্থানে ফেলে রেখে গেছে বলে পুলিশ ধারণা করছে।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম