গাজীপুর সিটি করপোরেশন এর ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ বলেছেন, নগরীর প্রধান সমস্যা হচ্ছে বর্জ্য ব্যবস্থা। আর এই বর্জ্য ব্যবস্থায় ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে নগরীর বিভিন্ন জায়গায় আধুনিক মানের ডাম্পিং নির্মাণ করা হয়েছে। নগরীর ময়লা আর্বজনা ডাম্পিং পয়েন্ট-এ রাখা হবে। পরে ওই ময়লা ডাম্পিং স্টেশনে নিয়ে রাখা হবে। ময়লা আর্বজনা মুক্ত নগরী গড়তে ব্যাপক উদ্যোগ গ্রহনের মাধ্যমে ডাম্পিং স্টেশন নির্মাণ প্রক্রিয়া এগিয়ে চলছে।
দুপুরে টঙ্গীর বড় দেওড়া সিং বাড়ি মোড় এলাকায় আরসিসি রাস্তা’র উদ্ধোধনী ভাষনে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে টঙ্গী জোনের সভাপতি কাউন্সিলর হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এড. আজমত উলা খান, কাউন্সিলর আব্দুল আলীম, আতাউর রহমান, আবুল হোসেন, সোলেমান হায়দার, ছাত্রলীগ নেতা এড. আজিম হায়দার ও কানন মোলা প্রমূখ।