চট্টগ্রাম মহানগরের হালিশহরের হালিশহর বি ব্লক ট্রেড স্কুল এলাকায় ফয়সাল ইসলাম বাঘা (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত রবিবার রাতে এ ঘটনা ঘটে। ফয়সাল হালিশহর বিহারি কলোনীর মো. ফেরদৌসের ছেলে। পরে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী বলেন, গত শনিবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে স্থানীয় চার যুবকের সঙ্গে ফয়সালের কথাকাটাকাটি হয়। এর জের ধরে রবিবার রাতে ফয়সালকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ফয়সালের বাবা বাদি হয়ে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে জুয়েল ও আলাউদ্দিন নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। অভিযান অব্যাহত আছে।