রাজধানীর মালিবাগে আজ বেলা দেড়টার দিকে দুর্বৃত্তদের দাঁড়ালো অস্ত্রের আঘাতে সাত্তার মন্ডল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সাত্তার মন্ডলের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা গ্রামে।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক এএসআই (এবি) বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার