পূর্ব আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানের আগে পালিয়ে যাওয়া জঙ্গি মুসা শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়বে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
রবিবার রাজধানীর কাকরাইলে বড়দিনের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে গিয়ে রমনা ক্যাথেড্রাল চার্চ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, “আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি সফল অভিযানের মধ্য দিয়ে জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। জঙ্গিদের অর্থদাতা, উৎসাহদাতা ও সমর্থনদাতা সবাইকে নজরদারিতে রেখেছি।”
আছাদুজ্জামান মিয়া বলেন, “জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। এটা কারো একার সমস্যা নয়। হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ঘটনা সবাইকে থমকে দিয়েছিল। এ সময় জঙ্গি দমনে ডিএমপি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট অত্যন্ত সফল কার্যক্রম শুরু করে এবং বেশ কয়েকটি অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে।”
তিনি বলেন, “বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। এখানে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বীকে নিয়ে সার্বজনীন উৎসব পালন করে থাকি।”
এর আগে তিনি চার্চের ফাদার, কর্মকর্তা ও খ্রিস্টধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মো. শাহাব উদ্দিন কোরেশী, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিজানুর রহমান, অতিরিক্ত কমিশনার মো. জামিল আহমেদ উপস্থিত ছিলেন।