খুলনা মহানগরীতে পুলিশ একটি বাসায় অভিযান চালিয়ে রামদা ও আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করেছ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিমান চালায়।
আটককৃতরা হলেন, খুলনার খালিশপুরের ১ নম্বর নেভি চেকপোস্ট এলাকার আব্দুল হকের ছেলে মনিরুল হক (৩৬), গোবরচাকা ক্রস রোডের আব্দুল হামিদ মোল্লার ছেলে জিয়ারুল ইসলাম (৪২) ও হালদার পাড়ার শেখ রওশন আলীর ছেলে আলী সাগর (৩৬)।
খালিশপুর থানার ওসি অমীর তৈমুর ইলী বলেন, “শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টাল বেতার গার্ড কলোনির মনিরুল হকের বাসায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে তিনজনকে গ্রেপ্তারসহ একটি পিস্তল, একটি এয়ার রাইফেল, চার রাউন্ড পিস্তলের গুলি, দুটি রামদা, একটি ছোরা, একটি ভুজালি ও পাঁচটি ইয়াবা উদ্ধার করা হয়।”
বিডি-প্রতিদিন/ ২৫ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৯