চট্টগ্রামে বাসচাপায় কামরুন নাহার নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে কোতোয়ালীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুন নাহার মইজ্জ্যারটেক এলাকার ওসমান গনির মেয়ে।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, সকালে মায়ের সাথে ডাক্তারের কাছে যাওয়ার জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিল। এসময় দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ