অনুমোদন ছাড়া তৈরি করা কর্ণফুলী শিশু পার্ক উচ্ছেদ করে নভো থিয়েটার গড়ে তোলা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। শনিবার আগ্রাবাদ জাম্বুরি মাঠে গণপূর্ত বিভাগের নির্মাণাধীন পার্কের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এসময় গণপূর্ত বিভাগে সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জাম্বুরি পার্কের প্রকল্প পরিচালক মিহির চক্রবর্ত্তী, নির্বাহী প্রকৌশলী আহমেদ নুর এ সময় উপস্থিত ছিলেন।
তিনি বলেন, এখানে নভো থিয়েটারের পাশাপাশি বঙ্গবন্ধু স্কয়ার করা হবে। তার পাশে শিশুদের বিনোদনের জন্য কিছু বিনামূল্যে রাইড রাখা হবে। জাম্বুরি মাঠে নান্দনিক এ পার্কে বিভিন্ন দেশীয় গাছপালা লাগানো ও লেক নির্মাণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ