আনন্দিত নাসিক নির্বাচনের সিদ্ধিরগঞ্জের বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা। আনন্দিত বিজয়ী কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরাও। বিজয়ী কাউন্সিলররা তাদের এ আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটে যাচ্ছেন পরাজিত কাউন্সিলরদের বাড়ি-বাড়ি। সাথে নিয়ে যাচ্ছে ফুল ও মিষ্টি। দ্বন্দ্ব নয়, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে বিজয়ী প্রার্থীরা ছুটে যাচ্ছেন পরাজিত কাউন্সিলরদের বাড়িতে। কোলাকুলি করছেন পরাজিত প্রার্থী ও তাদের সহযোগীদের সাথে। চাচ্ছেন পরাজিত প্রার্থীদের সহযোগিতা। ভবিষ্যতে নিজ নিজ এলাকায় সুন্দরভাবে কাজ করার জন্য পরাজিত প্রার্থীদের পরামর্শ ও সার্বিক অংশগ্রহণও কামনা করছেন বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা।
শনিবার দুপুরে ৬নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর মতিউর রহমান মতি ফুল নিয়ে যান পরাজিত কাউন্সিলর প্রার্থী সিরাজুল ইসলাম মন্ডলের বাসায়। এসময় মতিউর রহমান মতি সাংবাদিকদের জানান, এলাকার উন্নয়নের স্বার্থে আমি সকলকে সঙ্গে নিয়ে কাজ করে যাবো। আমি যেহেতু নতুন, তাই সিরাজুল ইসলাম মন্ডল ভাইয়ের সহযোগিতা চেয়েছি। তিনিও আমাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
নির্বাচনের পর গত দু’দিন সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর হাজী ওমর ফারুক, ২নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন, ৬ নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি। বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা সহযোগীদের মিষ্টি খাওয়াচ্ছেন, ধন্যবাদ দিচ্ছেন এলাকাবাসীকে ও সহযোগীদের। ৪নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর আরিফুল হক হাসান জানায়, জনগণের ভোটে আল্লাহতায়ালা আমাকে বিজয়ী করেছেন। গত দু’দিন আমি এলাকাবাসীর সাথে আমার অর্জন ভাগাভাগি করেছি।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ