নাসিক নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না দাবি করে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকার দলীয় প্রার্থী হিসেবে সেলিনা হায়াৎ আইভী 'বেশি সুবিধা পেয়েছেন'। সরকারের পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সবই তাদের বন্ধুপ্রতিম। সেজন্য আইভী বেশি সুবিধা পেয়েছেন। কিন্তু বিএনপির প্রার্থী এগুলো পাননি।’
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এ কথা বলেন।
‘স্বাধীন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাব : নাসিক নির্বাচন’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ‘নাগরিক ফোরাম’।
সরকারকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘নাসিক নির্বাচনে যদি জনগণ আপনাদেরকে ভোট দিয়েই থাকে তাহলে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিন। একটি তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন করুন। এখনই নির্বাচন দিন। যারা জিতবে তারা দেশ পরিচালনা করবে। এটা তো সরকারের জন্য সবচেয়ে বড় সুযোগ। এই নির্বাচনে শেখ হাসিনার সরকার জিতলে আমরা মেনে নেব। আর আমরা জিতলে তারা মেনে নেবে।’
গণতন্ত্র ফিরিয়ে আনাই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ জানিয়ে মওদুদ আহমদ বলেন, ‘গণতন্ত্র ফেরাতে স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশন দরকার। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নিরপেক্ষ ইসি গঠনের প্রস্তাব দিয়েছে। বর্তমানে রাষ্ট্রপতি যে আলোচনার উদ্যোগ নিয়েছেন তা ইতিবাচক এবং এই আলোচনা অব্যাহত রাখা দরকার। যাতে নিরপেক্ষ ইসি গঠনে একটি মতৈক্যে পৌঁছানো যায়।’
দেশে এই মুহূর্তে কোনো রাজনীতি নেই দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘যা আছে তা অপরাজনীতি এবং একদলীয় রাজনীতি। বিরোধী দলের কোনো প্রয়োজনীয়তাই তারা বোধ করছে না। বিরোধীদের নিশ্চিহ্ন করতে সমস্ত আয়োজন সম্পন্ন করছে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশের সব মূল্যবোধ ধ্বংস করে ফেলেছে। তারা নতুন কোনো মূল্যবোধ তৈরি করতে পারেনি। গণতন্ত্র ও রাজনৈতিক চর্চা, বিচার বিভাগের স্বাধীনতা অর্থাৎ কোনো ক্ষেত্রেই তারা মূল্যবোধ দেখাতে পারেনি।’
নাগরিক ফোরামের সভাপতি আব্দুল্লাহ মাসুদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ