রাজধানীর শেওড়াপাড়া ও মাতুয়াইলে পৃথক অভিযানে জাল টাকা, মাদক ও অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ঢাকা মহানগর পুলিশ গণমাধ্যমকে জানান, শেওড়াপাড়া এলাকা থেকে ২৫ হাজার জাল টাকাসহ হৃদয় ও আনিছুর নামে দু’জনকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে আগারগাঁওয়ের ৬০ ফুট রাস্তা এলাকা থেকে সাড়ে তিন হাজার জাল টাকাসহ কামরান নামে অপর আসামিকে গ্রেফতার করা হয়।
এদিকে মাতুয়াইল থেকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সিরিয়াস ক্রাইম ইউনিট। গ্রেফতারকৃতরা হলো, আব্দুর রাজ্জাক ও লিমন ভুইয়া। তাদের কাছ থেকে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, ৫৫ পিস ইয়াবা ও মোটর সাইকেল উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার