বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনের চট্টগ্রাম কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে শেষ হয় বিকাল পাঁচটায়। নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৩ হাজার ৩৫৯টি ভোগ গ্রহণ করা হয়। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গইনা চলছে বলে জানা যায়।
জানা যায়, বিদ্যালয়ের ভোটকেন্দ্রের দ্বিতীয় তলার একটি বড় কক্ষে চলছে ভোট গণনা। এখানে আছেন দুই প্যানেলের ৩২ জন করে কাউন্টিং এজেন্ট ও নির্বাচন পরিচালনা কমিটির কাউন্টিং অফিসাররা। এজেন্টদের মোবাইল ফোন ভেতরে নিয়ে যেতে দেওয়া হয়নি। কেন্দ্রের প্রধান ফটকের ভেতরে অপেক্ষায় আছেন গণমাধ্যমকর্মী।
প্রধান নির্বাচন কমিশনার ডা. আলাউদ্দিন মজুমদার বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ বলেন, কেন্দ্রের ভেতরে-বাইরে তিন শতাধিক পুলিশ আছে। বাইরে সাদা পুলিশে প্রচুর পুলিশও অবস্থান করছেন। তাছাড়া বিপুলসংখ্যক র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও এ এলাকায় অবস্থান করছেন।