চট্টগ্রাম নগরীতে আজ বিকেল সাড়ে ৪টার দিকে মো.ইসমাইল (২৬) নামে হিযবুত তাহরীরের এক কর্মীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটক ইসমাইলকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর-দক্ষিণ) পরিতোষ ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হিযবুত তাহরীরের কর্মী ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তার বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা, সেটা যাচাইবাছাই করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার