রাইতে খুব ঠাণ্ডা লাগে। ঘুমাইতে কষ্টও হয়। আইজার পর থাইক্কা আর সেই কষ্ট হইবো না। আরামে ঘুমাইমু। কম্বল পেয়ে আনন্দঝলমলে মুখে কথাগুলো বলছিলেন পথশিশুদের নিয়ে গড়ে ওঠা বিজয়ের পাঠশালার ৭ বছর বয়সী শিক্ষার্থী নাসরিন। একই আনন্দ ৮ বছরের বাবুলের চোখেও। বিজয়েরর পথযাত্রা পাঠশালার নাসরিন, বাবুলদের মত প্রায় ২ শতাধিক শিশুদের মধ্যে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
বৃহস্পতিবার বিকাল ৪টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম জাকির হোসাইন মিরপুর ২’র কমার্স কলেজ রোডে অবস্থিত স্কুলটির শীতার্ত, দুস্থ পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণের সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন, সাকিব হাসান সুইম, কাওসার পাঠান বাপ্পী যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লালন, সহ-সম্পাদক খাদিমুল বাশার জয়, মাসুদ পারভেজ তারেক সুমন, পিয়াল হাসান, মাহফুজ ইবনে রহমান দিপু উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২২ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ