রাজধানীতে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ চার জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকৃতরা হলো, নাদিম (৩৭), ইকবাল (২৭), সোহেল (৩১) ও বাবু (২০)। আজ মিরপুরের কালশী এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১ সূত্রে এ তথ্য নিশ্চিত করে জানায়, আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ছুরি, চারটি ল্যাপটপ, দু’টি ক্যামেরা, ১১টি মোবাইল, চারটি সোনার অলঙ্কার, তিনটি ঘড়ি, একটি কম্পিউটার ও বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার