চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকা মূল্যের একটি বাণিজ্যিক ইলেকট্রনিক্স পণ্যচালান আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। চালানটি চিন থেকে আমদানি করেছে ঢাকার এসবি করপোরেশন।
বৃহস্পতিবার চালানটি আটক করা হয়। চালানটি খালাসের দায়িত্বে রয়েছে সিএন্ডএফ এজেন্ট হাসিনা এন্টারপ্রাইজ। গত ৫ নভেম্বর বিল অব এন্ট্রি নং সি-১২৯৫২১৮ দাখিল করা হয়।
ঘোষণা অনুযায়ী, অয়েল ফিল্টার, পিস্টন, এয়ার ফিল্টার এবং ড্রিলিং মেশিন আমদানি করার কথা থাকলেও আমদানি করা পণ্যসমূহের কান্ট্রি অব অরিজিন চায়না। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা পণ্যটি ডেলিভারি পর্যায়ে আটক ও শতভাগ কায়িক পরীক্ষা করেন।
মিথ্যা ঘোষণায় পণ্য এনে ১ কোটি ১০ লাখ টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ ব্যাপারে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট এর বিরুদ্ধে মামলা দায়ে করা হযেেছ।