মানববর্জ্য ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ও দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তিতে চসিকের পক্ষে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মন্নান ছিদ্দিকী এবং ডিএসকের পক্ষে সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আবদুল হাকিম স্বাক্ষর করেন।
আজ সোমবার চসিকের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন, সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম।
চুক্তির শর্ত অনুযায়ী চসিকের মালিকানাধীন আনন্দবাজারের ৭ গণ্ডা জমির ওপর মানব সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করবে ডিএসকে। যান্ত্রিক পদ্ধতিতে ডিএসকে গাড়ি দিয়ে জনসাধারণের সেফটি ট্যাংকের পয়োবর্জ্য অপসারণ করে সরাসরি ফিক্যাল স্ল্যাজ প্ল্যান্টে ডাম্পিং করবে। এ প্ল্যান্ট থেকে বর্জ্য থেকে ডিএসকে সার তৈরি করবে।
সমঝোতা স্মারকে সাক্ষী হন চসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শৈবাল দাশ সুমন ও প্রতিষ্ঠানের পক্ষে ড. মো. লিয়াকত আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম, কাউন্সিলর মো. কফিল উদ্দিন, শফিউল আলম, মনোয়ারা বেগম মণি, সচিব রশিদ আহমদ।
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন