বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানার বরখাস্তকৃত এসআই মাসুদ সিকদারের বিরুদ্ধে তার অভিযোগ এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ।
মোহাম্মদপুর থানার ওসিকে আদালতের এ আদেশ পালন করতে হবে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
শুনানিতে মাহবুব উদ্দিন খোকন রাব্বীকে নির্যাতনের ঘটনা তুলে ধরে তার অভিযোগটিকে এফআইআর (মামলা) হিসেবে গ্রহণের আবেদন জানান।
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন