সরকার ঘোষিত তারিখ থেকে বকেয়া সহ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অষ্টম পে-স্কেল প্রদান এবং শিক্ষা জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে বরিশালে পৃথক মানববন্ধন করেছেন শিক্ষকরা। দাবি আদায়ে তারা ফেব্রুয়ারির প্রথম থেকে লাগাতার ধর্মঘটের হুশিয়ারী দেন।
সোমবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোড বিবির পুকুর পাড়ে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক কমিটির (বাকবিশিস) উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে আঞ্চলিক সভাপতি অধ্যাপক তপংকর চক্রবর্তীসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে, একই সময় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার আয়োজনে একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় ফ্রেরুয়ারি মাসের প্রথম থেকেই লাগাতার ধর্মঘট পালনের হুশিয়ারী দেন নেতারা।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ