ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাশকে মারধরের ঘটনায় জড়িত যাত্রাবাড়ি থানার এসআই আরশাদ হোসেন আকাশসহ পুলিশ সদস্যদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে করপোরেশনের ১৩টি সংগঠন।
সোমবার সকাল ১১টার দিকে 'ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ'-এর ব্যানারে নগর ভবন থেকে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশ দিয়ে ঘুরে প্রেসক্লাবের সামনে জমায়েত হয়ে মানববন্ধন করেন।
ঢাকা সিটি করপোরেশন শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ''ছয় মাস আগেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশলী আব্দুল মাজেদকে বায়তুল মোকাররম এলাকায় নির্যাতন করেছিল মতিঝিল থানা পুলিশ। এবার পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাশের ওপর নির্যাতন চালানো হলো। আমরা এর তী্ব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।''
ঘটনার শিকার বিকাশের স্ত্রী সরস্বতি দাশও এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ''গতকাল আমার স্বামীকে ল্যাবএইড এর আইসিইউ থেকে ওয়ার্ডে নেওয়া হয়েছে। তিনি এখনও কথা বলতে পারছেন না।''
গত শুক্রবার ভোরে যাত্রাবাড়ি থানার এসআই আরশাদ হোসেন আকাশসহ কয়েকজন পুলিশ সদস্য মীরহাজীরবাগ এলাকায় বিকাশকে মারধর করে বলে পরিবার ও করপোরেশনের কর্মীদের অভিযোগ।
বিকাশ মোটরসাইকেল চালিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ দেখতে গেলে সাধারণ পোশাকে থাকা পুলিশের দল তাকে থামার সংকেত দেয়।
এরপর বিকাশ নিজের পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত পান বিকাশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ ঘটনাটি 'স্রেফ ভুল বোঝাবুঝি’ বলা হয়।
অবশ্য সমালোচনার মুখে পরে এসআই আরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে মহানগর পুলিশ।
সিটি করপোরেশনকর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে সোমবার সকাল থেকে প্রেসক্লাব এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ