প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো উই ফাউন্ডেশনের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করে উই ফাউন্ডেশন স্কুলের ৬৪ জন শিক্ষার্থীর সকলেই।
মহাখালীর টিএন্ডটি মাঠে সকাল ১০টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে বিকেল ৫টা পর্যন্ত। প্রথমে সুরা ফাতিহা পাঠের পর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সবাই মিলে জাতীয় সঙ্গীত গেয়ে শুরু হয় দিনব্যাপী এই আয়োজন। এরপর উই ফাউন্ডেশন স্কুলের সব শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশ নেয় মজার সব খেলার প্রতিযোগিতায়। এরপর ছিল শিক্ষার্থেদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনের কর্মসূচির শেষ হয় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দিয়ে।
উদ্যোক্তা ও চেয়ারম্যান আসিব অভি বলেন, পড়াশুনার ক্ষেত্রে উৎসাহ দিতে পারে খেলাধুলা। তিনি আরও বলেন, এটা বাচ্চাদের গতানুগতিক জীবনে উৎসাহের সাথে সাথে প্রতিযোগিতামূলক সমাজে যুদ্ধ করার শক্তি সঞ্চয় করতে সাহায্য করে।
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি, ২০১৬/ রাসেল/ রশিদা