রাজধানীর মিরপুরের ৭ নম্বর সেকশনে একটি গার্মেন্টসের ডাইং সেকশনের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধ দুই শ্রমিক হলেন স্বপন (২২)ও আরিফ (১৭)।
দগ্ধরা বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বিস্ফোরণে তাদের শরীর ৯০ শতাংশের বেশি পুড়েছে। ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/শরীফ