রাজধানী ও চট্টগ্রাম মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে র্যাব ২৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। ইয়ারা উদ্ধারের এ ঘটনা এ যাবৎকালের সর্ববৃহৎ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। খবর বিডি নিউজের।
র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত দুই নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের নাম আলী আহমেদ। তাকেই চোরাচালান চক্রটির হোতা বলে দাবি করছে র্যাব। বাকি দুজনের নাম এখনও জানানো হয়নি। তিনি বলেন, যে ইয়াবা এই অভিযানে উদ্ধার করা হয়েছে, তা আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক এযাবৎকালের সবচেয়ে বড় চালান। পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/শরীফ/ রশিদা