বাংলাদেশ প্রতিদিন এর চিফ রিপোর্টার মনজুরুল ইসলামের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব কফিল উদ্দিন আহমেদ (৮৬) রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, আট ছেলে, এক মেয়ে, অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ এশা গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
শিক্ষাবিদ আলহাজ্ব কফিল উদ্দিন আহমেদের মৃত্যুতে বাংলাদেশ প্রতিদিন পরিবার, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষে পৃথক পৃথক শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এছাড়া বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শোক ও সমবেদনা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/এস আহমেদ