দুই বন্ধুর বিবাদ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে রিমন দেব নামে এক তরুণ নিহত হয়েছেন। একই ঘটনায় আবির বিশ্বাস, বিপ্লব এবং বাবুল নামে আরও তিন বন্ধু আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
শনিবার রাতে নগরীর ইপিজেড থানাধীন কর্ণফুলি ইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বাবা মন্টু দেব বাদি হয়ে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার হোতা জনি ওরফে মামুন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।
ইপিজেড থানার ওসি আবুল কামাল বলেন, কয়েকদিন আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গার্মেন্টস কর্মী জনির সাথে মুন্নার ঝাগড়া হয়। পরে মুন্নার বাবা উভয়কে ডেকে মিলিয়ে দিলেও জনি মুন্নাকে মারার হুমকী ক্রমাগত দিতে থাকে। বিষয়টি মুন্না তার অপর বন্ধুদের জানালে তারা বিবাদ মেটানোর জন্য শনিবার রাতে উভয়কে ডাকে। এসময় জনি ও তার কয়েকজন বন্ধু রিমনদের ওপর হামলা চালায়। এতে রিমন নিহত এবং তার আরো তিন বন্ধু মারাত্মকভাবে আহত হন।
বিডি-প্রতিদিন/ ১৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা