নারায়ণগঞ্জে শনিবার রাতে ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত পুলিশ ৬ জনকে আটক করেছে।
রবিবার দুপুরে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে এই হত্যা মামলাটি দায়ের করেন।
এদিকে, ঘটনার পর শনিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়। রবিবার সকালে পার্শ্ববর্তী একটি হোসিয়ারি কারখানা থেকে আরো ৪ জনকে আটক করে পুলিশ। এ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হল।
ফ্ল্যাট বাসা হওয়ায় পাশের কারো সঙ্গে নিহতদের পরিবারের কোনো যোগাযোগ ছিল না বলে জানিয়েছেন ওই ভবন ও পাশের বাড়ির ভাড়াটিয়ারা।
প্রতিবেশিরা জানান, শনিবার রাতে নিহতদের স্বজনদের চিৎকারে এবং পুলিশের উপস্থিতির পর তারা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর জানতে পারেন।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব