রাজধানীর বঙ্গবাজার এলাকার একটি বাড়ি থেকে ইডেন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতক (সম্মান) ২য় বর্ষের ছাত্রী জিদনী সুলতানা পূর্বার (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে বঙ্গবাজার এলাকায় জিদনীর খালার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি আত্মহত্যা দাবি করে জিদনীর খালু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক এইচএম মাহাবুব রহমান জানান, সন্ধ্যায় জিদনী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিলে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিদনীকে মৃত ঘোষণা করেন।
গত ৬ মাস ধরে জিদনী হজম সমস্যায় ভুগছিল, যোগ করেন মাহাবুব।
মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, জিদনী সুলতানা পূর্বা মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন