রাজধানীর শাহবাগে বাসের ধাক্কায় খাদিজা আক্তার (১২) নামে আরও এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাস ও এর চালককে আটক করেছে।
নিহত খাদিজা কুমিল্লার মনোহরগঞ্জের মানদুরা গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার মেয়ে। মনোহরগঞ্জের লক্ষ্মণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবছর জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।
খাদিজার দুলাভাই ওমর ফারুক বলেন, আমার বাসা রাজধানীর শ্যামপুরে। ১০/১২ দিন আগে আমি মনোহরগঞ্জের শ্বশুর বাড়িতে বেড়াতে যাই। আসার সময় খাদিজাকে বেড়াতে নিয়ে আসি। বিকেলে সপরিবারে শিশু পার্কে আসি আমরা। সেখানে ঘোরাঘুরির পর নাস্তার করার জন্য একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম। মোড় পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস খাদিজাকে ধাক্কা দেয়। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বিকেলে সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাদিজার মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এদিকে, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, দুর্ঘটনার পরপরই পথচারীরা ঘাতক বাস ও এর চালককে আটক করে। জনতা বাসচালককে পিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, শনিবার সকাল সোয়া ৯টার দিকে শাহবাগের মৎস্য ভবন এলাকায় বাসচাপায় নিহত হয় সাবিহা আক্তার নামে নবম শ্রেণির এক ছাত্রী। সে রাজধানীর সেগুনবাগিচার রহিমা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এবছর জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নবম শ্রেণিতে ভর্তি হয়েছিল সাবিহা।
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি, ২০১৬/মাহবুব