বিশ্ব ইজতেমা শেষে যে সব বিদেশি মুসল্লি আরও কিছুদিন বাংলাদেশে অবস্থান করবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পর্যবেক্ষণের আওতায় রাখা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
শনিবার দুপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় পুলিশের অতিরিক্ত আইজিপি (ট্রেনিং) মো. মইনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মোহাম্মদ আলী, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শহীদুল হক বলেন, বিদেশি মুসল্লিদের অনুরোধ করা হয়েছে তারা যেসব এলাকায় চিল্লায় যাবেন তার তালিকা যেন পুলিশকে দেয়া হয়। ওই সব এলাকায় পুলিশ তাদের নিরাপত্তা দেবে। এমনকি যদি তারা পল্লী এলাকাতেও যান তবুও পুলিশ তাদের পর্যবেক্ষণে রাখবে এবং নিরাপত্তা দেবে।
বিশ্ব ইজতেমাকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনার আশংকা নেই জানিয়ে শহীদুল হক বলেন, ইজতেমার আখেরি মোনাজাতের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
সম্প্রতি পুলিশ কর্তৃক বাংলাদেশ ব্যাংক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা নির্যাতন প্রসঙ্গে আইজিপি বলেন, সাধারণ পাবলিক যে অপরাধ করে পুলিশ যদি সে অপরাধ করে তাহলে তার চেয়ে বেশি শাস্তি আমরা দেই। এ দুটি ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব