রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালী পৌর এলাকার হরিয়ানে টহলরত অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়ি লক্ষ্য ককটেল হামলার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গাড়িটি ওই এলাকায় নির্বাচনের নিরাপত্তায় নিয়োজিত ছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ককটেলটি গাড়িতে লাগার আগেই বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজির গাড়িটি কাটাখালী থেকে হরিয়ানের দিকে যাচ্ছিলো। পথে গাড়িটিকে লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। তবে ককটেলটি গাড়ির পাশে বিস্ফোরিত হয়ে যায়। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে বেশ কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
তবে এ ব্যাপারে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। হরিয়ান স্কুল মাঠের পাশে আতশবাজির ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি বলে মন্তব্য করেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন