রাজধানীর পল্টনের ফকিরাপুল এলাকা থেকে নারী পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করেছে ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (ব়্যাব)। এসময় প্রতারণার শিকার দুই নারীকে উদ্ধারের পাশাপাশি আটককৃতদের কাছ থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট এবং বিদেশে পাঠানোর বিভিন্ন ভুয়া কাগজপত্র জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে পল্টনের ফকিরাপুল এলাকা থেকে তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর এএসপি রবিউল করিম।
তিনি জানান, এক নারীর অভিযোগের ভিত্তিতে ওই এলাকার এক এজেন্সি কার্যালয়ে অভিযান চালিয়ে প্রতারণার শিকার দুই নারীকে উদ্ধারের পাশাপাশি পাচার চক্রের ১১ সদস্যকে আটক করা হয়। ওই অফিস থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব