স্থানীয় সরকারের আংশিক নির্বাচনে হেরে গেলে সরকারের উপর আকাশ ভেঙে পড়বে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয়ে 'পৌর নির্বাচন' নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ওয়ায়দুল কাদের বলেন, ‘এ নির্বাচনে সরকারের পতন হবে না। কাজেই আমরা কেন দেশে-বিদেশে আমাদের ইমেজ ক্ষুণ্ন করব? স্থানীয়ভাবে অনেক সময় অনেক কিছু নিয়ন্ত্রণে থাকে না। আমরা চেষ্টা করছি যতটা নিয়ন্ত্রণে রাখা যায়।’
মন্ত্রী বলেন, ‘পার্টির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের কাছে এ নির্দেশনা দিয়েছেন, নির্বাচন কমিশন যাতে শৃঙ্খলা বজায় রাখতে পারে সেজন্য সরকারি দল আমাদের পক্ষ থেকে যেন কোনো উস্কানিমূলক আচরণ না হয়। নির্বাচনের জন্য অবাধ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর এ নির্দেশনা পৌঁছে দিয়েছি।’
নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘নালিশ করাটা বিএনপির পুরনো অভ্যাস। নির্বাচনের দিন বিকেল পর্যন্ত বিএনপির নালিশ শুনতে হবে। বিরোধী দল সব সময় এসব অভিযোগ আনে। এগুলো নির্বাচন কমিশন দেখবে।’
বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব